স্বাধীনতার ৫৪ বছর পর ঘর পেলেন বীরাঙ্গনা যোগমায়া মালো
ভারতকে নাহিদ ইসলামের কড়া বার্তা
দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে চিঠি
সিক্স প্যাকের পর অনস্ক্রিন ‘ন্যাড়া’ আরিফিন শুভ, ঢাকাই সিনেমায় কি তিনিই প্রথম
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
আমরা নিরাপদ না থাকলে, শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল ঢাকার মার্কিন দূতাবাস
বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
হাদিকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির স্ত্রীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড
তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
- আপডেট সময় ৪ ঘন্টা আগে
- / ৫ বার পড়া হয়েছে
তিন দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাদিক কায়েম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতিতে পরিবর্তন না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা তার পাশে দাঁড়িয়ে ছিলেন, যা দেখে উপদেষ্টা কিছুটা বিব্রত হন। ভিপি তার প্রথম দাবিতে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থা ও রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে দ্রুত জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং গাফিলতি প্রমাণ হলে তাদের বিচার করতে হবে। এছাড়া যারা এই হামলাকে সমর্থন দিয়েছে এবং হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যার জন্য দায়ী ‘কালচারাল ফ্যাসিস্ট’দের সামাজিকভাবে বয়কটের দাবি জানান তিনি। দ্বিতীয় দফায় সাদিক কায়েম বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক কঠোর অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই বিষয়টি সরকারের অবহেলা আর সহ্য করা হবে না বলে তিনি সতর্ক করেন। শেষ দফায় তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে দেওয়া রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করার দাবি জানান। অভিযুক্তদের ফেরত না দিলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন ভিপি।
প্রিন্ট
























