স্বাধীনতার ৫৪ বছর পর ঘর পেলেন বীরাঙ্গনা যোগমায়া মালো
ভারতকে নাহিদ ইসলামের কড়া বার্তা
দেশের সব আদালতের নিরাপত্তা নিশ্চিতে আইজিপিকে চিঠি
সিক্স প্যাকের পর অনস্ক্রিন ‘ন্যাড়া’ আরিফিন শুভ, ঢাকাই সিনেমায় কি তিনিই প্রথম
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল
আমরা নিরাপদ না থাকলে, শত্রুরাও নিরাপদ থাকবে না: মাহফুজ
সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল ঢাকার মার্কিন দূতাবাস
বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
হাদিকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামির স্ত্রীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড
সিইসির বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, ব্যাখ্যা দাবি ডা. শফিকুর রহমানের
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারাদেশের মানুষ যেখানে শোক প্রকাশ করছে, সেখানে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে তারা ক্ষুব্ধ। তিনি বলেন, সিইসিকে তার বক্তব্য ও অবস্থানের ব্যাখ্যা দিতে হবে। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজন করে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ‘একজন বিপ্লবী আহত হওয়ার পর সরকার যদি নড়েচড়ে বসে—এমন প্রত্যাশা আমরা করি না।’ তিনি আরও বলেন, ‘৫৪ বছর ধরে জাতির ভাগ্য ছিল অন্ধকারে ডুবে। অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ঐক্যকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সকল দলকে সরকারে অন্তর্ভুক্ত করে জাতিকে ঐক্যবদ্ধ করে তোলা হবে।’ জামায়াত আমির বলেন, ‘অনেকেই ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করলেও জামায়াত কখনো আপোষ করেনি। ভবিষ্যতেও অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ভালো লাগুক বা না লাগুক, পুরো বক্তব্য প্রচার না করলেও পারেন, কিন্তু খণ্ডিত অংশ তুলে ধরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। ন্যায্য ও সত্যসম্মত সমালোচনা আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করব, তবে জাতির ক্ষতি হয় এমন সাংবাদিকতা প্রত্যাশা করি না।’ আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সহকারী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ও লক্ষ্য অনুযায়ী যারা জীবন উৎসর্গ করেছিলেন, তারাও এখনও পূরণ হয়নি। যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের ভাগ্য বদলালেও দেশের মানুষের ভাগ্য বদলায়নি।’ তিনি আরও বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।’ সভায় বক্তব্য রাখেন এটিএম মাসুম, তিনি বলেন, ‘৫৪ বছরেও দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাননি। শাসকদের কারণে বারবার জাতি বিভক্ত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য ধরে রাখতে না পারার ফলেই হাদির ওপর হামলার মতো ঘটনা সংঘটিত হয়েছে।’
প্রিন্ট
























