গোলাম আযম যদি সূর্যসন্তান হিসেবে বিবেচিত হন, তবে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থা কোথায়, এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি উল্লেখ করেন, ‘গোলাম আযম ও তার অনুসারীরা যদি জাতির সূর্যসন্তান হন, তবে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মাননা দেওয়া হচ্ছে না। তাহলে তাদের অবস্থা কী, তা জানতে চাই।’ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতির স্মৃতিসৌধে সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথাগুলো বলেন তিনি। পরিকল্পনামাফিকভাবে তারা এমন কাজ করছে বলে আঙুল তুলে মির্জা আব্বাস বলেন, ‘১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াত দেশের শান্তি চায় না। তাদের ইচ্ছে দেশটাকে বিপদে ফেলতে, দুর্বিষহ পরিস্থিতিতে নিয়ে যেতে, অশান্তি বজায় রাখতে। তারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘একাত্তর ও চব্বিশের ইতিহাস স্বমহিমায় উজ্জ্বল। একাত্তরকে চব্বিশের সঙ্গে তুলনা চলে না।’ এ সময় দলের স্থায়ী কমিটির অন্য সদস্য মঈন খান আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও গণতন্ত্র ফিরে আসবে।