হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম
নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছেঁড়া-ফাটা নোট নিয়ে নতুন সিদ্ধান্ত
সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
রমজান ও ঈদ কবে হতে পারে জানাল আরব আমিরাত
বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতি, যা জানাল দিল্লি
বিয়ের প্রথম বছরেই ‘ইচ্ছার বাইরে’ গর্ভবতী ৭৩ শতাংশ নারী
যশোর হাসপাতালের সামনে থেকে চাকুসহ যুবক আটক
নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত
৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৪ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টির বেশি আসনে প্রার্থী মনোনয়ন দিচ্ছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। নেতৃস্থানীয় আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির (জাপা) একটি অংশ ও আনোয়ার হোসেন মঞ্জুরের নেতৃত্বাধীন জেপির সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকারে অংশ নেবে আগামী ২১ ডিসেম্বর। বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় পার্টির (একাংশ) দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও ফ্রন্টের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী আগ্রহীদের জন্য আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের বাড়ি-১২১/ডি, রোড-৪৪ ঠিকানায় জীবনবৃত্তান্ত ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, ফ্রন্টের অন্তর্ভুক্ত সব দল ও সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। উল্লেখ্য, ৯ ডিসেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) গঠনের ঘোষণা দেওয়া হয়। সাবেক দুই মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি ও আনোয়ার হোসেন মঞ্জুরের নেতৃত্বাধীন জেপিসহ মোট ১৮টি দল এই জোটে থাকছে। এর মধ্যে ৬টি দলের নিবন্ধন রয়েছে নির্বাচন কমিশনে। নতুন জোটের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু। সভাপতি নির্বাচিত হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। এছাড়া, ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নতুন দল জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ারকে জোটের প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এনডিএফের শরিক দলগুলো হলো—জাতীয় পার্টির (জাপা) আনিসুল ইসলামের নেতৃত্বাধীন অংশ, বাংলাদেশ জাতীয় পার্টি (জেপি), জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ), জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন।
প্রিন্ট


























