পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা
রুদ্ধদ্বার বৈঠকে পে-স্কেল নিয়ে যেসব সিদ্ধান্ত হলো
‘মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান’
১৬ দিনে এলো ২২২৭৭ কোটি টাকার প্রবাসী আয়
‘রাজাকার’ বয়ানে হাসিনার পতন, আবারও এই ঘৃণা ছড়ানো হচ্ছে: হেফাজত
কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই: হাবিব
মানিলন্ডারিং আইন সংশোধনের সিদ্ধান্ত
রাজধানীতে ১১টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ
বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
মৌলভীবাজারে মনোনয়ন সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী
‘মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান’
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ০ বার পড়া হয়েছে
বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো কোনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন তিনি। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন—এমন বিষয়ে সরকারের কাছে কোনো ট্রাভেল ডকুমেন্ট চাওয়া হয়েছে কি না, সাংবাদিকদের জিজ্ঞাসায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তারেক রহমান ১৬ ডিসেম্বর রাত পর্যন্ত কোনও ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেননি।” দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির এই নেতা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে এক অনুষ্ঠানে তিনি নিজেই ঘোষণা দেন যে, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। ফেরার সময় তিনি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানান। দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি বাংলাদেশে যাওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হবেন। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে তিনি ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তারেক রহমানের সঙ্গে তার একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানেরও ঢাকা আসার কথা রয়েছে। অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি প্রায় প্রস্তুত। যদি কোনও কারণে সেটি পুরোপুরি প্রস্তুত না হয়, তবে তার মায়ের ভাড়া বাড়ি ‘ফিরোজা’-য় উঠবেন তিনি। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন তারেক রহমান। এ জন্য ৮৬ নম্বর রোডের ওই কার্যালয়ে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সংস্কার কাজ প্রায় শেষ হয়েছে।
প্রিন্ট
























