পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচন ব্যাহত করার একটি চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের নাশকতা চালিয়ে গণতান্ত্রিক অগ্রগতি রুখে দেওয়া সম্ভব নয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ আরও জানান, যেসব স্থান আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল, সেখানকার নিরাপত্তা আরও কঠোর করা দরকার ছিল। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় চলমান রয়েছে এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরকার সহযোগিতা করছে। এ সময় তিনি আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর ৩০০ ফুট এলাকায় বড় আকারে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।