মব সন্ত্রাস সমগ্র জাতিকে বিভক্ত করে তুলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ১৯ অক্টোবর বিকেলে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ছবি সংবলিত বার্তায় তাঁকে উদ্ধৃত করে এই মত প্রকাশ করা হয়। এর কিছু সময় আগে দেওয়া অন্য এক বার্তায় মির্জা ফখরুল মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, ‘দেশের সংকটময় পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। তারা সংকটের সুযোগ নিতে অপেক্ষা করে। আমি এই মব সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করছি।’