, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১১ ঘন্টা আগে
  • / ৫ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী ছাত্রদল এক জরুরি সভার আহবান জানিয়েছে। আগামী রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হবে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতির পদমর্যাদায় মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সকল নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।

আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই স্থানে বিকেল সাড়ে ৪টায় ঢাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, মুন্সীগঞ্জ জেলা ও নরসিংদী জেলা শাখার নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের এই জরুরি সভা অনুষ্ঠিত হবে।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জরুরি সভা ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল

আপডেট সময় ১১ ঘন্টা আগে

জাতীয়তাবাদী ছাত্রদল এক জরুরি সভার আহবান জানিয়েছে। আগামী রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হবে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতির পদমর্যাদায় মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় সংসদের সকল নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।

আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই স্থানে বিকেল সাড়ে ৪টায় ঢাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, গাজীপুর জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, মুন্সীগঞ্জ জেলা ও নরসিংদী জেলা শাখার নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের এই জরুরি সভা অনুষ্ঠিত হবে।


প্রিন্ট