, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ওসমান হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি Logo দুঃখ প্রকাশের পর আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি Logo পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যর্থতায় ৮৫০ কামিকাজি ড্রোন কিনছে ভারত Logo শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি Logo ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি Logo জামিন পেলেন মোটরসাইকেল মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নান Logo গুরুতর আহত অভিনেতা ইমরান হাশমি Logo টাঙ্গাইলে ভোটের মাঠে শান্তি নিশ্চিতে প্রার্থীদের শপথ Logo আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • / ১ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক ও অটুট এক সংগ্রামী। তাকে হত্যা করে কেউই দেশের আদর্শিক ভিত্তিকে বদল করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। বরং এই হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যাকারীরাই নিজেদের ভয় ও পরাজয় প্রকাশ করেছে বলে তিনি জানান। শনিবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলরুমে ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের মহিমা কামনায়। জাহিদুল ইসলাম বলেন, যারা হাদিকে শহীদ করেছে তারা বড় ভুল করেছে। হাদির জানাজায় মানুষের উপচেপড়া উপস্থিতি দেখে তারা সেই ভুলের গভীরতা বুঝতে পেরেছে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, জুলাই ও আগস্টের যে আদর্শের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করেও সেই উদ্দেশ্য বদলে সম্ভব নয়। যারা মনে করে, একজন জুলাই যোদ্ধাকে হত্যা করে দেশের ভবিষ্যৎকে থামিয়ে দেওয়া যাবে, তারা স্বভাবতই বোকামির স্বর্গে বাস করছে। তিনি আরও বলেন, যারা শাহাদাতের আকাঙ্ক্ষায় উজ্জীবিত, তাদের মৃত্যুর ভয় দেখানো যায় না। তরুণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। সভায় বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির জীবন ও সংগ্রামের কথা বলেন। তারা বলেন, হাদি সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যেই তিনি জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করে গেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন অটুট, যার কারণে আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তিগুলি পরাজিত হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মওলানা আব্দুল হাকিম বলেন, “ইতিহাস সাক্ষী যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের অনেককেই শহীদ হতে হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদি সেই ধারাবাহিকতারই অংশ।” তিনি বলেন, বিপ্লবীদের দমন করা সম্ভব নয়, হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আরও অনেক হাদি সামনে আসবে। ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, শহীদ ওসমান বিন হাদি শুধু একটি নাম নয়, তিনি এক ইতিহাস। তিনি একদা সংগ্রামের প্রতীক, যেখানে অগ্নিসংযোগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়ে তিনি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখতেন। ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী মাস্টার মিজানুর রহমান বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে ঠাকুরগাঁও থেকে যারা এমপি ও মন্ত্রী হয়েছেন, তারা জেলার কাঙ্ক্ষিত উন্নয়নে ব্যর্থ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এই জেলার উন্নয়নে তারা নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ হাদি দেখিয়ে গেছেন কীভাবে ইনসাফের জন্য সংগ্রাম করতে হয় এবং আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, “আমাদের সবাইকে হাদির মতো হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট ভূমিকা রাখতে হবে।“ ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের ভাইস-চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বেলাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি

আপডেট সময় ৩ ঘন্টা আগে

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক ও অটুট এক সংগ্রামী। তাকে হত্যা করে কেউই দেশের আদর্শিক ভিত্তিকে বদল করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। বরং এই হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যাকারীরাই নিজেদের ভয় ও পরাজয় প্রকাশ করেছে বলে তিনি জানান। শনিবার (২১ ডিসেম্বর) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলরুমে ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের মহিমা কামনায়। জাহিদুল ইসলাম বলেন, যারা হাদিকে শহীদ করেছে তারা বড় ভুল করেছে। হাদির জানাজায় মানুষের উপচেপড়া উপস্থিতি দেখে তারা সেই ভুলের গভীরতা বুঝতে পেরেছে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, জুলাই ও আগস্টের যে আদর্শের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করেও সেই উদ্দেশ্য বদলে সম্ভব নয়। যারা মনে করে, একজন জুলাই যোদ্ধাকে হত্যা করে দেশের ভবিষ্যৎকে থামিয়ে দেওয়া যাবে, তারা স্বভাবতই বোকামির স্বর্গে বাস করছে। তিনি আরও বলেন, যারা শাহাদাতের আকাঙ্ক্ষায় উজ্জীবিত, তাদের মৃত্যুর ভয় দেখানো যায় না। তরুণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। সভায় বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির জীবন ও সংগ্রামের কথা বলেন। তারা বলেন, হাদি সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যেই তিনি জীবনের শেষ পর্যন্ত সংগ্রাম করে গেছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন অটুট, যার কারণে আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তিগুলি পরাজিত হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মওলানা আব্দুল হাকিম বলেন, “ইতিহাস সাক্ষী যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের অনেককেই শহীদ হতে হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদি সেই ধারাবাহিকতারই অংশ।” তিনি বলেন, বিপ্লবীদের দমন করা সম্ভব নয়, হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে আরও অনেক হাদি সামনে আসবে। ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, শহীদ ওসমান বিন হাদি শুধু একটি নাম নয়, তিনি এক ইতিহাস। তিনি একদা সংগ্রামের প্রতীক, যেখানে অগ্নিসংযোগ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়ে তিনি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখতেন। ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী মাস্টার মিজানুর রহমান বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে ঠাকুরগাঁও থেকে যারা এমপি ও মন্ত্রী হয়েছেন, তারা জেলার কাঙ্ক্ষিত উন্নয়নে ব্যর্থ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এই জেলার উন্নয়নে তারা নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ হাদি দেখিয়ে গেছেন কীভাবে ইনসাফের জন্য সংগ্রাম করতে হয় এবং আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, “আমাদের সবাইকে হাদির মতো হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট ভূমিকা রাখতে হবে।“ ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের ভাইস-চেয়ারম্যান আমিনুর ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বেলাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


প্রিন্ট