, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নির্বাচনে আস্থার পরিবেশ তৈরিতে মাঠে নামছে যৌথবাহিনী: ইসি সানাউল্লাহ Logo লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান Logo দক্ষিণ আফ্রিকায় ট্যাভার্নে গুলিতে নিহত ৯ Logo পশ্চিম তীরে আরও ১৯ অবৈধ বসতির অনুমোদন দিল ইসরায়েল Logo চূড়ান্ত নোটিশের পরও খেলাপি ঋণ পরিশোধ করেনি মান্নার প্রতিষ্ঠান Logo সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা Logo ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: ড. মাহদি আমিন Logo কাল ইনকিলাব মঞ্চের ব্রিফিং, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা Logo ওসমান হাদি হত্যাকাণ্ড: শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo বেনাপোল বন্দর দিয়ে তিন দিনে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • / ২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাসায় তালা দিয়ে অগ্নিসংযোগের ঘটনায় আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২১ ডিসেম্বর) রাতে তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল লক্ষ্মীপুরে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেয়। দলের নেতাদের মধ্যে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে রোববার বিকেলে ঢাকাস্থ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেলাল হোসেনের দুই কন্যা স্মৃতি আক্তার ও বীথি আক্তারের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের ঘরে তালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় আগুনে পুড়ে তার সাত বছর বয়সী কন্যা আয়েশা আক্তার মারা যায়। বেলাল হোসেন, তার স্ত্রী নাজমা বেগম ও দুই কন্যা গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। লক্ষ্মীপুরে আসার সময় প্রতিনিধি দলটি নিহত শিশু আয়েশা আক্তারের কবর জিয়ারত করে এবং আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে। এ সময় বেলাল হোসেনের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছানো হয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে। সেই সঙ্গে পরিবারের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে নিহত শিশুর পরিবারের পাশে তারেক রহমান

আপডেট সময় ২ ঘন্টা আগে

লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাসায় তালা দিয়ে অগ্নিসংযোগের ঘটনায় আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২১ ডিসেম্বর) রাতে তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল লক্ষ্মীপুরে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেয়। দলের নেতাদের মধ্যে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে রোববার বিকেলে ঢাকাস্থ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেলাল হোসেনের দুই কন্যা স্মৃতি আক্তার ও বীথি আক্তারের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের ঘরে তালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় আগুনে পুড়ে তার সাত বছর বয়সী কন্যা আয়েশা আক্তার মারা যায়। বেলাল হোসেন, তার স্ত্রী নাজমা বেগম ও দুই কন্যা গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। লক্ষ্মীপুরে আসার সময় প্রতিনিধি দলটি নিহত শিশু আয়েশা আক্তারের কবর জিয়ারত করে এবং আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করে। এ সময় বেলাল হোসেনের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছানো হয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে। সেই সঙ্গে পরিবারের চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।


প্রিন্ট