বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় অভিনেত্রী
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড
ড্রোন হামলায় সুদানে ১০ জন নিহত
সালাহউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল : রাবি ছাত্রদল
ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অপবাদে ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা
ঝালকাঠির সাবেক মেয়র আফজাল হোসেন রানা কারাগারে
শ্রীপুরে ফিড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
শব্দদূষণ ঘটালে জরিমানা করবে পুলিশ
শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে মৌলিক পানি সেবার মান কমেছে: বিবিএস
গাজীপুরে দুই শতাধিক নারী-পুরুষের বিএনপিতে যোগদান
সালাহউদ্দিন আম্মারের আচরণ সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল : রাবি ছাত্রদল
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার আচরণকে উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি আরও জানায়, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করে কুচক্রী মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব এই কথা উল্লেখ করেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ গ্রুপে পোস্ট করে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের জন্য সময় নির্ধারণ করেন এবং ডিনদের চেয়ারে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য ও ‘বাকিটা বুঝিয়ে দেব’ হুঁশিয়ারি দেন। এছাড়া, গত শুক্রবার তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের আশ্রয়ে থাকা কোন শিক্ষক বা কর্মকর্তার যদি চাকরি হয়, তবে তাদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সালাহউদ্দিন আম্মার এই হুমকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অশোভন ও অনুচিত, যা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিরূপ। একজন ছাত্র বা ছাত্রনেতা হিসেবে বারবার শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ ও মারমুখী বাক্য ব্যবহার সন্ত্রাসী কার্যকলাপের অংশ বলে মনে করা হয়। আরও বলা হয়, জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে ‘তালা ঝোলানো’ সংস্কৃতি ফ্যাসিবাদের ছায়া মনে করায়। অতীতে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সহ-উপাচার্যসহ একাধিক কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা শিক্ষক সমাজের মানহানি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের জন্য কালো অধ্যায়। শহীদ বুদ্ধিজীবী ড. সৈয়দ শামসুজ্জোহার স্মরণীয় বিদ্যাপীঠে সালাহউদ্দিন আম্মারের মতো জনবিরোধী কার্যকলাপ চালালে সংগঠনের সকল নেতা-কর্মী তা কঠোরভাবে প্রতিহত করবে। ফ্যাসিবাদের দোসর হিসেবে কেউ যদি প্রমাণিত হয়, দেশের আইনের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় বিবৃতিতে। বলা হয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু ছাত্র ক্যাম্পাসে সন্ত্রাসের অপতৎপরতা চালাচ্ছে, যারা তথ্যপ্রমাণ ছাড়াই অপপ্রচার ও হুমকি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সংগঠনের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি, অশোভন আচরণ ক্যাম্পাসের জ্ঞানচর্চার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। একজন ছাত্রনেতার কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত ও অনুচিত। নিরপেক্ষ প্রমাণ ছাড়া অপপ্রচার ও হুমকি দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চলবে না। সালাহউদ্দিন আম্মার মতো জনবিরোধী কার্যকলাপে লিপ্ত হলে সংগঠনের নেতা-কর্মীরা তা প্রতিহত করবে। এছাড়া, গত রোববার সকালে রাকসুর সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন। তিনি সকালেই রাকসু ভবনের সামনে অবস্থান নেন এবং ডিনদের একে একে ফোন করে তাঁদের প্রত্যেকের উপস্থিতি নিশ্চিত করেন। সেই সঙ্গে তাঁদের কাছে লেখা পদত্যাগপত্রও প্রকাশ করেন। সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ক্লাস নিচ্ছেন জানতে পেরে তিনি তাঁর বিভাগের একজন শিক্ষককে খুঁজে পেতে চেষ্টা করেন, কিন্তু পাননি। পরে দুপুরে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে তিন ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর উপাচার্য ও প্রশাসনের সব কক্ষে তালা দেওয়া হয়। প্রশাসনের আশ্বাসে পরে তালা খুলে নেওয়া হয়।
প্রিন্ট


























