কক্সবাজারের এক জামায়াত কর্মী শহীদ ওসমান হাদির ত্যাগের স্মৃতি স্মরণ করে তার যমজ সন্তানদের নাম রেখেছেন ‘ওসমান-হাদি’। জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে স্মরণ করে শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ড শাখার অর্থসম্পাদক জহুর আলম এই উদ্যোগ গ্রহণ করেন। তিনি কক্সবাজার পৌর এলাকার টেকপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান। তিনি বলেন, জহুর আলম মহান আল্লাহর রহমত নিয়ে যমজ সন্তানগুলির পিতা হয়েছেন। মা-বাবার সম্মতি নিয়ে শহীদ ওসমান হাদির স্মরণে শিশুদের নামকরণ করা হয়েছে। এক শিশুর নাম দেওয়া হয়েছে ‘হাসান ওসমান’, অন্যটির নাম ‘হোসাইন হাদি’। তিনি আরও যোগ করেন, আধিপত্যবিরোধী আন্দোলনে শহীদ এক বীরের নামে শিশুদের পরিচয় সমাজে গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে। নবজাতকের বাবা জহুর আলম বলেন, ‘শহীদ হাদি কেবল ক্ষণজন্মা মানুষ নয়, তিনি এক ইতিহাস। তার নামে আমার সন্তানদের পরিচয় দেওয়া আমাদের জীবনের বড় গর্ব।’