আজ (শনিবার) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একই দিনে নারী বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া লড়াই এবং ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে স্পেন, পর্তুগাল ও ইতালির ম্যাচ অনুষ্ঠিত হবে। দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়, যেখানে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। টি স্পোর্টসে দেখা যাবে নারী ওয়ানডে বিশ্বকাপের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি বিকেল ৩টায়। এছাড়া, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস এ দেখানো হবে দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি সন্ধ্যা ৬টায়। বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের খেলাগুলো যথাক্রমে: স্পেন বনাম জর্জিয়া রাত ১২:৪৫, পর্তুগাল বনাম আয়ারল্যান্ড রাত ১২:৪৫, এস্তোনিয়া বনাম ইতালি রাত ১২:৪৫, বুলগেরিয়া বনাম তুরস্ক রাত ১২:৪৫—এসব ম্যাচ সনি স্পোর্টসে সম্প্রচারিত হবে।