চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ধারাবাহিক চারটি টি-টোয়েন্টি সিরিজ জেতার পর উচ্ছ্বসিত বাংলাদেশ দলের উপর দুইটি ধারাবাহিক হারে সিরিজের নিয়ন্ত্রণ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজকের ম্যাচে যদি হারলে ঘরোয়া মাঠে হোয়াইটওয়াশের সম্ভাবনা দেখা দেবে টাইগারদের জন্য। আগের দুটো ম্যাচে ব্যাটিংয়ে দুর্বলতা দেখিয়ে হেরেছে বাংলাদেশ। এবার প্রথমে ব্যাট করে জয় ছিনিয়ে নিয়ে সিরিজের সমাপ্তি করতে চায় লিটন দাসের দল।