আজ শনিবার সিরিজের গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি চলমান রয়েছে এনসিএল ও ইংলিশ প্রিমিয়ার লিগের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে খেলবেন আর্সেনাল, লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসমূহ নির্ধারিত সময় অনুযায়ী শুরু হবে, যেমন সিলেট-ঢাকা সকাল ১০টায়, ময়মনসিংহ-রংপুর সকাল ১০টায়, খুলনা-রাজশাহী সকাল ১০টায়, চট্টগ্রাম-বরিশাল সকাল ১০টায়। এছাড়া আজ রাত ৯টায় শুরু হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ৯টায় খেলবে বার্নলি বনাম আর্সেনাল, আর রাত ২টায় লিভারপুলের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। অন্যান্য ম্যাচে নটিংহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড রাত ৯টায় মাঠে নামবে, পাশাপাশি টটেনহাম বনাম চেলসি খেলাটি অনুষ্ঠিত হবে রাত ১১:৩০ এ।