খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত
- আপডেট সময় ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল হারমানপ্রীত কৌর নেতৃত্বাধীন দল। মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ফাইনালের টস হওয়ার কথা ছিল, তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত, এবং শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে। ওপেনিং জুটিতে ভারত সংগ্রহ করে ১০৪ রান। এরপর স্মৃতি মান্ধানা ৪৫ এবং শেফালি ভার্মা ৮৭ রান করে আউট হন। তার পর দীপ্তি শর্মার ৫৮ বলে ৫৮ রান এবং রিচা ঘোষের ২৪ বলে ৩৪ রান এলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৯৮। দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবঙ্গা খাকা তিন উইকেট নেন। জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথমে ৬২ রানে ২ উইকেট হারায়। ২৩ রানে ফেরেন তাজমিন, আর শূন্য রানে আন্নিকে আউট করেন দীপ্তি। ২৫ রানে ক্যাচের ফাঁদে পড়েন সুনে লুস। ম্যারিজেন ও জ্যাফটা টিকতে পারেননি। তবে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করে লরা ভলভার্ট দলের ব্যবধান কমাতে থাকেন। কিন্তু ৯৮ বলে ১০১ রান করে দীপ্তির বলেই প্যাভিলিয়নে ফিরে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এই ওপেনার সেমিফাইনালেও সেঞ্চুরি করেছিলেন। লরা ফেরার পর দক্ষিণ আফ্রিকার সমস্ত আশা শেষ হয়ে যায়। দীপ্তির বলের দাপটে তারা আর বেশি দূর যেতে পারেনি। ৪৫ দশমিক ৩ ওভারে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে যায় ২৪৬ রানে। দীপ্তি শর্মা ৩৯ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এটি দ্বিতীয় সর্বোচ্চ বোলিং পারফরম্যান্স। ব্যাটে সেঞ্চুরি মিস করা শেফালি বল হাতে দুটি উইকেট নেন। এর আগে, নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবার ট্রফি উঠল এশিয়ার কোন দেশে।
প্রিন্ট

















