দেশের চারটি ভেন্যুতে চলমান রয়েছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে সান্ডারল্যান্ড ও এভারটন। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসমূহের সময়সূচী নিম্নরূপ: সিলেট-ঢাকা, সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব ও বিসিবি লাইভ; ময়মনসিংহ-রংপুর, সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব ও বিসিবি লাইভ; খুলনা-রাজশাহী, সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব ও বিসিবি লাইভ; চট্টগ্রাম-বরিশাল, সকাল ৯টা ৩০ মিনিট, ইউটিউব ও বিসিবি লাইভ। সিরি ‘আ’ এর ম্যাচসমূহের সময়: সাসসুয়োলা-জেনোয়া রাত ১১টা ৩০ মিনিট, ডিএজেডএন; লাৎসিও-কালিয়ারি রাত ১টা ৪৫ মিনিট, ডিএজেডএন। ইংলিশ প্রিমিয়ার লিগের সান্ডারল্যান্ড-এভারটন ম্যাচ রাত ২টায় স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ। লা লিগার ওভিয়েদো-ওসাসুনার ম্যাচও রাত ২টায় বিগিন অ্যাপে দেখা যাবে।