চতুর্থ ওয়ানডে সিরিজে আজ (শুক্রবার) বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল মুখোমুখি হবে। সকাল ৯টায় শুরু হবে বাংলাদেশ–আফগানিস্তান যুব ওয়ানডে, যা সরাসরি সম্প্রচারিত হবে টি স্পোর্টস চ্যানেলে। একই দিনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে ইংল্যান্ড ও হাইতি দলের মধ্যে, যা সম্প্রচারিত হবে ফিফা+ টিভিতে। রাত ৯টা ৪৫ মিনিটে ব্রাজিল ও ইন্দোনেশিয়া দলের মধ্যকার ফিফা ম্যাচ দেখানো হবে ফিফা+ টিভিতে। অন্যদিকে, রাত ১টা ৩০ মিনিটে ব্রেমেন ও ভলফসবুর্গের মধ্যে জার্মান বুন্দেসলিগার খেলাটি সনি স্পোর্টস টেন ২-এ সম্প্রচারিত হবে। পাশাপাশি, রাত ২টা লা লিগার ম্যাচে এলচে ও রিয়াল সোসিয়েদাদ প্রতিদ্বন্দ্বিতা করবে, যা রাজধানী টিভি ও বিগিন অ্যাপ-এ দেখা যাবে।