বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ হার্ট অ্যাটাকের কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউর পর্যায়ে চিকিৎসাধীন। কাছের সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ফারুকের হার্টে আঘাত লেগেছিল। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে বিকেলে তার হার্টে এনজিওগ্রামের মাধ্যমে রিং বসানো হয়। সূত্র আরও জানায়, এই প্রখ্যাত ক্রিকেটারের হার্টে একটি ব্লক ধরা পড়েছে। ৬ অক্টোবর তিনি বিসিবির সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে, তিনি ২০২৪ সালের ২১ আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সেই পদে মোট নয় মাস দায়িত্ব পালন করেন। খেলোয়াড়ি জীবনকালে ১৯৮৮ থেকে ১৯৯৯ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন ফারুক এবং ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তিনি বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন।