জিসান আলম আউট হওয়ার পর হাবিবুর রহমান একাই দলের ভার তুলে নেন। যোগ্য সঙ্গী না পেলেও তিনি দলকে শতরানের ভিত্তি রচনা করেন এবং অর্ধশতক পূরণ করেন। তার বিদায়ের পর শেষের দিকে ঝড় তোলেন এস এম মেহরব হোসেন ও ইয়াসির আলী। মাত্র ১২ বলেই তারা যোগ করেন ৫০ রান। এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শুক্রবার কাতারের দোহায় ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ ‘এ’ দল ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। ৪৬ বলে ৬৫ রানে হাবিবুর আউট হওয়ার পর মেহরব ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। ফাইনালে উঠার সংগ্রামে বড় সংগ্রহ নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।