কাতারের দোহায় শুক্রবার (২১ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল ভারতকে সুপার ওভারে পরাজিত করে ফাইনালে উঠেছে। নিশ্চিত জয়ের পথে থাকলেও একের পর এক ক্যাচ মিস ও ভুলের কারণে বাংলাদেশ নির্ধারিত ওভারে জয় আনতে সক্ষম হয়নি। ভারত সুযোগ পেয়ে ম্যাচটি ড্র করে নেয়। তবে পেসার রিপন মণ্ডল দুই বলে দুই উইকেট তুলে নিয়ে দলকে সহজ জয়ের পথ দেখান। শেষমেশ লাল-সবুজের দল নাটকীয় মুহূর্তে জয় হাসিল করে।