রাইজিং স্টার এশিয়া কাপের সেমি ফাইনালে ভারতীয় দলের বিরুদ্ধে সুপার ওভারে জয় লাভ করে বাংলাদেশ। এবার ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তানের শাহিনস। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের ভাগ্যবান হয়ে টস জিতেছে। অধিনায়ক আকবর আলি সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাটিং না করে ফিল্ডিং করার। ম্যাচের সূচনা হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। পূর্ববর্তী ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ভারতের বিরুদ্ধে খেলা আবু হায়দার রনি ও জাওয়াদ আবরার জায়গা পাননি একাদশে। তাদের স্থানে ফিরেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মাহফুজুর রহমান রাব্বি।