‘পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত ও সুস্থ আছেন’
নড়াইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান
কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, নিরাপদে বন বিভাগের হাতে হস্তান্তর
সরকারের অনুমোদিত সংস্থাই শুধু ফোনে আড়ি পাতবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
৭ ডিসেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা: ইসি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় যুবদলের কোরআন খতম ও দোয়া মাহফিল
আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় পণ্য জব্দ
আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- আপডেট সময় ৩ ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দারুণ জয়ে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হেরে গেলেও পরের দুই ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে শিরোপা জিতে নেয় লিটন দাসের দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় ঝলক দেখায়। পল স্টার্লিংয়ের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তোলায় এগিয়ে যায় সফরকারীরা। তবে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের ধারাবাহিক আক্রমণে বড় পার্টি করতে পারেনি তারা। মুস্তাফিজ ও রিশাদ তিনটি করে উইকেট শিকার করেন, শরিফুল দুটি। ফলে নির্ধারিত ২০ ওভারে আয়ারল্যান্ডের ইনিংস থামে মাত্র ১১৭ রানে। ছোট লক্ষ্য তাড়া করতে শুরু থেকেই নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিং দেখান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। ইনিংসের চতুর্থ ওভারে ক্রেইগ ইয়াংয়ের দুটি ছক্কা ও চার হাঁকিয়ে শুরুটা করেন সাইফ। তবে তিন বল পর আরও একটি বড় শট খেলতে গিয়ে ১৪ বলে ১৯ রান করে ক্যাচ দেন। এর ফলে ৩৮ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তিন নম্বরে নামা লিটন দাস সুবিধা করতে পারেননি। হ্যারি টেক্টরকে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড-উইকেটে ক্যাচ দিয়ে ৬ বলে ৭ রান করে ফিরে যান। এরপর ওপেনিং থেকে নামা পারভেজ হোসেন ইমন চার নম্বর পজিশনে ব্যাট করতে আসেন। তানজিদের সঙ্গে নিয়ে ধীরে-ধীরে বাংলাদেশকে জয়ী করার পথে এগিয়ে নেন। ১১তম ওভারে গ্যারেথ ডেলানির বিরুদ্ধে দুটি ছক্কা ও এক চারে ৫০-এর কাছাকাছি পৌঁছে যান তানজিদ। পরে ইয়াংকের বলের উপর ছক্কা হাঁকিয়ে ৩৫ বলে দারুণ এক হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত থাকেন তানজিদ। তার সঙ্গে অপরাজিত থাকেন পারভেজ ইমন ৩৩ রানে। দুজনের জোড়া ব্যাটে ১৫ বল হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলেন বাংলাদেশ।
প্রিন্ট


























