চ্যাম্পিয়ন্স লিগের আজকের রাতে বার্নাব্যুতে এক উত্তেজনাপূর্ণ মহারণ অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগের দিন রিয়ালের সবচেয়ে বড় চিন্তা হলো কিলিয়ান এমবাপ্পের পরিস্থিতি। চোটের কারণে তিনি অনুশীলনে অংশ নেননি, ফলে তার খেলার সম্ভাবনা এখনও অনিশ্চিত। অন্যদিকে ইনজুরির কারণে জর্জরিত সিটি দল। রদ্রি ও কোভাচিচের অভাবে মাঠে নামতে হবে পেপ গার্দিওলার দলের। এছাড়াও ডিফেন্ডার জন স্টোনসের বিষয়ে শঙ্কা রয়েছে। অন্যান্য ম্যাচেও রয়েছে কঠিন লড়াই। ব্রুগার মাঠে শীর্ষে থাকা আর্সেনাল তাদের মুখোমুখি হবে আজ। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে দুর্দান্ত ছন্দে আছে মিকেল আর্তেতার দল। জিতলে তাদের শীর্ষস্থানে অবস্থান আরও শক্ত হবে। একই সময়ে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খেলবে পিএসজি। জিতলে তারা টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ পাবে।