, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

হ্যাটট্রিক শিরোপার মিশনে উড়ন্ত সূচনা যুবাদের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে

হ্যাটট্রিক শিরোপা অর্জনের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে দারুণ উদ্বোধন করেছে বাংলাদেশ। দুবাইয়ে শক্তিশালী আফগানিস্তানকে ৩ উইকেটে পরাজিত করে গ্রুপ পর্বের যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার (১৩ ডিসেম্বর) আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদশের যুব দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯। বড় লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশ ৪৮ ওভার ৫ বলের মধ্যে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। রান তাড়ার ভিত্তি গড়েন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। পাওয়ার প্লেতেই তারা সংগ্রহ করেন ৭৬ রান। ২৭তম ওভারে রিফাত আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে আসে ১৫১ রান। রিফাত ৬৮ বলে ৬২ রান করেন। অন্যপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরির স্বাদ পাননি জাওয়াদ। ১১২ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৬ রানে থামেন তিনি। এরপর তিনে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কালাম সিদ্দিকীর সঙ্গে গড়েন ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। কালাম করেন ৩৬ বলে ২৯ রান, আর তামিমের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৪৭ রান। শেষদিকে এক ওভারে দুটি রানআউটসহ দ্রুত কিছু উইকেট পড়ায় কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে রিজান হোসেন ও শেখ পারভেজের জীবনের সংক্ষিপ্ত কিন্তু কার্যকর জুটিতে জয় নিশ্চিত হয়। রিজান ১৩ বলে অপরাজিত ১৭ রান করেন। জয়সূচক রানটি আসে শাহরিয়ার আহমেদের ব্যাট থেকে। এর আগে আফগানিস্তানের পক্ষে ফয়সাল খান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। তিনে নেমে ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন তিনি। শেষদিকে আজিজউল্লাহ মিয়াখিল (৩৮*) ও আব্দুল আজিজের (২৬*) ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় আফগানরা। বাংলাদেশের হয়ে বলিংয়ে শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন দুটি করে উইকেট পান। এক উইকেট পান সাদ ইসলাম, সামিউন বশির ও রিজান হোসেন। এই জয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় শিরোপার পথে আত্মবিশ্বাসী শুরু করল বাংলাদেশ। ৮ দলের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ নেপাল। আগামী ১৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লাল সবুজের দল। গ্রুপের অপর প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হবে ১৭ ডিসেম্বর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

হ্যাটট্রিক শিরোপার মিশনে উড়ন্ত সূচনা যুবাদের

আপডেট সময় ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

হ্যাটট্রিক শিরোপা অর্জনের লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে দারুণ উদ্বোধন করেছে বাংলাদেশ। দুবাইয়ে শক্তিশালী আফগানিস্তানকে ৩ উইকেটে পরাজিত করে গ্রুপ পর্বের যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার (১৩ ডিসেম্বর) আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদশের যুব দল। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯। বড় লক্ষ্য তাড়ায় নামা বাংলাদেশ ৪৮ ওভার ৫ বলের মধ্যে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। রান তাড়ার ভিত্তি গড়েন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। পাওয়ার প্লেতেই তারা সংগ্রহ করেন ৭৬ রান। ২৭তম ওভারে রিফাত আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে আসে ১৫১ রান। রিফাত ৬৮ বলে ৬২ রান করেন। অন্যপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেও সেঞ্চুরির স্বাদ পাননি জাওয়াদ। ১১২ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৬ রানে থামেন তিনি। এরপর তিনে নেমে দায়িত্বশীল ব্যাটিং করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। কালাম সিদ্দিকীর সঙ্গে গড়েন ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। কালাম করেন ৩৬ বলে ২৯ রান, আর তামিমের ব্যাট থেকে আসে ৪৮ বলে ৪৭ রান। শেষদিকে এক ওভারে দুটি রানআউটসহ দ্রুত কিছু উইকেট পড়ায় কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে রিজান হোসেন ও শেখ পারভেজের জীবনের সংক্ষিপ্ত কিন্তু কার্যকর জুটিতে জয় নিশ্চিত হয়। রিজান ১৩ বলে অপরাজিত ১৭ রান করেন। জয়সূচক রানটি আসে শাহরিয়ার আহমেদের ব্যাট থেকে। এর আগে আফগানিস্তানের পক্ষে ফয়সাল খান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান। তিনে নেমে ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেন তিনি। শেষদিকে আজিজউল্লাহ মিয়াখিল (৩৮*) ও আব্দুল আজিজের (২৬*) ক্যামিওতে লড়াকু সংগ্রহ পায় আফগানরা। বাংলাদেশের হয়ে বলিংয়ে শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন দুটি করে উইকেট পান। এক উইকেট পান সাদ ইসলাম, সামিউন বশির ও রিজান হোসেন। এই জয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় শিরোপার পথে আত্মবিশ্বাসী শুরু করল বাংলাদেশ। ৮ দলের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ নেপাল। আগামী ১৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লাল সবুজের দল। গ্রুপের অপর প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হবে ১৭ ডিসেম্বর।


প্রিন্ট