অন্তর্জাতিক ও স্থানীয় ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলার ঝলক রয়েছে আজকের ক্রীড়া প্রতিবেদনে। আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। রাতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর পাশাপাশি লা লিগার এক গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে রিয়াল মাদ্রিদ ও আলাভেসের মুখোমুখি লড়াই।
প্রতিদিনের মতো আজও বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে খেলাধুলার এই সব গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো।
সকাল ১১টায় টি স্পোর্টসে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টি স্পোর্টসে সম্প্রচারিত হবে তৃতীয় টি-টোয়েন্টি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে।
রাত ৮টায় স্টার স্পোর্টসের ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে প্যালেস ও ম্যানচেস্টার সিটির ম্যাচ।
রাত ৮টা ১৫ মিনিটে স্টার স্পোর্টস সিলেক্ট ২-এ ব্রেন্টফোর্ড ও লিডসের ম্যাচ।
রাত ৮টা ৩০ মিনিটে সনি স্পোর্টস ১-এ ফ্রাইবুর্গ ও ডর্টমুন্ডের খেলা।
রাত ১০টা ৩০ মিনিটে সনি স্পোর্টস ১-এ বায়ার্ন ও মাইনৎসের লড়াই।
অপরদিকে, লা লিগার আলাভেস ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ রাত ২টায় বিগিন অ্যাপে দেখা যাবে।