দিল্লির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান ডাকসু ভিপির
হাদি হত্যাচেষ্টার মামলা ডিবিতে হস্তান্তর
সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
পাবনা-৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত প্রার্থী ইকবাল
হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি না নিশ্চিত নয়: বিজিবি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
বিদেশে হাদির সম্পূর্ণ চিকিৎসা ব্যয় সরকার দেবে: অর্থ উপদেষ্টা
৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত
সেই ফয়সালের স্ত্রীসহ গ্রেপ্তার ৩ জনের বিষয়ে যা জানা গেল
রেসলিংকে বিদায় জানালেন জন সিনা
- আপডেট সময় ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
বিশ্ব রেসলিংয়ের কিংবদন্তি ও ডব্লিউডব্লিউইয়ের প্রখ্যাত তারকা জন সিনা রেসলিং থেকে অবসর গ্রহণ করেছেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত স্যাটারডে নাইটস মূল ইভেন্টে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচে তিনি গুন্থারের কাছে পরাজিত হন। এই ম্যাচটি ছিল ১৭ বার বিশ্ব চ্যাম্পিয়নের জন সিনা ও গুন্থারের মধ্যে এক উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক সংঘর্ষ। ম্যাচের বেশিরভাগ সময় দুজনই একে অপরকে চাপের মধ্যে রাখেন। সিনা তিনবার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট প্রয়োগ করেন আর এক পর্যায়ে গুন্থারকে কমেন্ট্রি টেবিলের ওপর ছুড়ে ফেলেন। তবে পিনফল আদায় করতে সক্ষম হননি। অবশেষে গুন্থার স্লিপার হোল্ডে সিনাকে ট্যাপ আউট করতে বাধ্য করেন। এর মধ্য দিয়েই রেসলিং রিংয়ে জন সিনার দীর্ঘ ও সফল ক্যারিয়ারের অবসান ঘটে। সিনার বিদায়ী ম্যাচের জন্য ডব্লিউডব্লিউই বিশেষ আয়োজন করে। উপস্থিত ছিলেন কার্ট অ্যাঙ্গেল, রব ফন ড্যাম, ট্রিশ স্ট্রাটাস, ইভ টোরেসসহ অনেক প্রাক্তন তারকা। ভিডিও বার্তায় শ্রদ্ধা জানান আন্ডারটেকার ও দ্য রক। ম্যাচের শুরুর সময় গুন্থার রিংয়ে প্রবেশ করেন। এরপর জন সিনা নামতেই পুরো অঙ্গন করতালি দিয়ে উল্লসিত হয়। সমর্থকদের উচ্ছ্বাসের মাঝে সিনা নিজে ক্যামেরা হাতে রিংয়ের দিকে দৌড়ে যান এবং রিংসাইডে বসা কিংবদন্তিদের শুভেচ্ছা জানান। ম্যাচ শেষ হওয়ার পর আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। লকাররুম থেকে অন্য রেসলারেরা রিং ঘিরে দাঁড়ায়। সিএম পাঙ্ক ও কোডি রোডস সিনার কাঁধে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট রাখেন। এ সময় দর্শকরা একটানা ‘থ্যাঙ্ক ইউ সিনা’ ধ্বনি দেয়। সিনা ট্রিপল এইচকে জড়িয়ে ধরেন। শেষবারের মতো একটি ট্রিবিউট ভিডিও দেখানো হয়। এরপর র্যাম্প বেয়ে উঠে দর্শকদের সম্মান জানান এবং জন সিনা চিরতরে রিং ছেড়ে যান।
প্রিন্ট



























