অন্যতম-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপের খেলায় নেপালের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে গেছে বাংলাদেশ। নেপালকে ১৩০ রানে আটকিয়ে দিয়ে বাংলাদেশের যুবারা সময়ের অর্ধেকেরও বেশি (২৫.১) ওভার বাকি থাকতেই জয়লাভ করে। দুটি জয়ে তারা সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে। প্রথম ম্যাচে তারা আফগানিস্তানকে হারিয়েছিল। সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের দ্য সেভেন স্টেডিয়ামে রান তাড়া করতে গিয়ে প্রথম তিন ওভারে ২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। কিন্তু পরের ওভারেই টানা দুই বলের উইকেট হারিয়ে ধাক্কা খায় তারা। ওপেনার রিফাত বেগ ক্যাচ দিয়ে আউট হওয়ার পরে অধিনায়ক আজিজুল হাকিম প্রথম বলেই রান আউট হন। ২৯ রানে দুই উইকেট পতনের পর ওপেনার জাওয়াদের সঙ্গে জুটি বাঁধেন কালাম সিদ্দিকী। এই জুটি বাংলাদেশের জয়কে এগিয়ে নেয়। তৃতীয় উইকেটে জাওয়াদ ও কালাম গড়ে তোলে ৯২ রানের জুটি। কালাম ৬৬ বলে ৩৪ রান করে আউট হওয়ার সময় জয় মাত্র ১০ রান দূরে। জাওয়াদের সঙ্গে থেকে বাকি কাজ শেষ করেন রিজান হোসেন। জাওয়াদ ৬৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। ছক্কা মারতে মারতে ম্যাচ শেষ করেন রিজান (৮ বলে ১২*)। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা নেপালের শুরুটা ছিল ভালো না। ৪০ বলে ৪০ রানের ওপেনিং জুটি গড়েন তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। এরপর দুটো বড় জুটি গড়ে তারা, ষষ্ঠ (২৬ বলে ২০) ও সপ্তম (৫৫ বলে ৩৮) উইকেটে। এই জুটির উপর ভর করে নেপাল একশ পার করতে সক্ষম হয়। আট নম্বর ব্যাটসম্যান অভিষেক তিওয়ারি সর্বোচ্চ ৩০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে অতিরিক্ত থেকে; আশিষ লুহারও ২৩ রান করেন। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ হবে বুধবার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে, গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলে শ্রীলঙ্কা নিশ্চিত করবে সেমিফাইনাল খেলার যোগ্যতা, ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সেমিতে ওঠা নিশ্চিত হবে। অন্য কোনো ফলাফলে অপেক্ষা করতে হবে গ্রুপের শেষ ম্যাচের জন্য।