খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে জামাতা ও নাতনির গলাকাটা মরদেহ উদ্ধার
- আপডেট সময় ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর রাতে শ্বশুরবাড়ি থেকে এক জামাতা ও তার সাত বছরের মেয়ের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যার জন্য অভিযোগ আনা হয়েছে নিহতের শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রতন মিয়া (৩৫) এবং তার কন্যা নূরিয়া খাতুন (৭)। রতনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়িতে। তিনি আমির হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, প্রায় এক দশক আগে রতনের বিয়ে হয় হালুয়াঘাটের আমিরখাকুড়া এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের। বিয়ের পর থেকেই রতন শ্বশুরবাড়িতেই থাকতেন। দুই বছর আগে স্ত্রী জুলেখা কর্মসূত্রে দুবাই যান। গত বছর ছুটিতে দেশে ফিরে আবার দুবাই চলে যান তিনি। সম্প্রতি আবার দেশে আসেন। তবে রতন বিদেশ যেতে না চাওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে ঝগড়া চলছিল। রতনের পরিবারের ভাষ্য, মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে জুলেখার বাবা-মা রতন ও তার মেয়েকে গলা কেটে হত্যা করে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। মরদেহগুলি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।
প্রিন্ট















