সংবাদ শিরোনাম :










নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়
নওগাঁয় মিনি ট্রাক চাপায় আদিবাসী অটো ভ্যানচালক নিহত

নিউজ ডেস্ক
- আপডেট সময় ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
নওগাঁ র মাতাজি নওগাঁ সড়কের মহাদেবপুর উপজেলার মাতাজি হাট এলাকায় আদিবাসী রিকশা ভ্যান চালক পানসা পাহান (৩৫)নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত পানসা পাহান এর বাড়ি মহাদেবপুর উপজেলার নারায়নপুর গ্রামে।
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, মাতাজি হাট এলাকায় দাঁড়িয়ে থাকা অটো রিক্সা ভ্যানচালক পানসা পাহান কে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাক চাপা দেয়। এতে দুমড়ে মূচরে গেলে ঘটনাস্থলে মারা যান পানসা পাহান। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি শাহীন রেজা।
প্রিন্ট
ট্যাগস
আদিবাসী ভ্যানচালক নিহত নওগাঁ আজকের খবর নওগাঁ মিনি ট্রাক দুর্ঘটনা নওগাঁ সড়ক দুর্ঘটনা পানসা পাহান মৃত্যু মহাদেবপুর থানা সংবাদ মহাদেবপুর দুর্ঘটনা মাতাজি হাট রোড অ্যাক্সিডেন্ট রিকশা চালক নিহত সড়ক দুর্ঘটনা বাংলাদেশ