খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
পাকা কলা ঘুষ নেওয়া সেই আলমগীর বরখাস্ত
- আপডেট সময় ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে অস্থায়ীভাবে বরখাস্ত করা হয়। তিনি দাবি করেছিলেন, কাজের বিনিময়ে ঘুষ নেননি, বরং কলা খেয়েছেন। এরপর সারাদেশে আলোচনায় আসে তার নাম। শেষ পর্যন্ত তদন্তে জানা যায় তিনি কলা নয়, আসলে ঘুষই গ্রহণ করেছিলেন। বুধবার (৫ অক্টোবর) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। এর আগে, ২৬ অক্টোবর যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী উপস্থিত ছিলেন। গণশুনানিতে রুস্তম আলীসহ আরও চারজন ব্যক্তি জমি ইজারা দেওয়ার বিষয় নিয়ে জেলা পরিষদে কর্মরত উচ্চমান সহকারী মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের নির্দিষ্ট অভিযোগ করেন। শুনানিতে সেই অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় দুদকের চেয়ারম্যান ও কমিশনার (তদন্ত) সংশ্লিষ্ট আলমগীর হোসেনকে তৎক্ষণাৎ অন্যত্র বদলি এবং অস্থায়ীভাবে বরখাস্তের নির্দেশ দেন। দুদকের নির্দেশনা ও জেলা পরিষদ আইন, ২০০০ এর ৩৯(৩)(খ) ধারার অধীনে ও কাজের বিধিমালা, ১৯৯০ এর ৪৪(১) বিধি অনুযায়ী আলমগীর হোসেনকে অস্থায়ীভাবে বরখাস্ত করা হয়।
প্রিন্ট















