খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
পদ ফিরে পেলেন বিএনপি নেতা খুরশিদ
- আপডেট সময় ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে দেওয়া স্থগিতাদেশ বাতিল করা হয়েছে। এর ফলে আবারও সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এর আগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রধানের পদে থাকাকালে তাকে স্থগিত করা হয়েছিল। আজ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। এখন থেকে তিনি ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে তার ছোট ভাই মাহামুদ আলম লিটন অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুরশিদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে ২০২১ সালের ৭ অক্টোবর সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবার দায়িত্বে ফিরিয়ে আনা হয়। এরপর তিন দিনের মধ্যে তার সভাপতি পদ স্থগিত করে তাকে সাধারণ সদস্যপদে নামিয়ে আনা হয়। বছর খানেক পরে, ২০২২ সালের নভেম্বরে দিনাজপুর জেলা বিএনপির সম্মেলনে তিনি জেলা বিএনপির উপদেষ্টার দায়িত্ব পান। প্রায় পাঁচ বছরেরও বেশি সময় পর আবার তাকে সভাপতি হিসেবে পুনর্বহাল করা হলো। এই বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম। এই বিষয়ে কথা বললে, অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, আমি চিঠি পেয়েছি। সব সময় বিএনপির জন্য দায়িত্ব নিয়ে কাজ করেছি। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেব।
প্রিন্ট















