খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
দুর্নীতির দায়ে সাবেক এমপি মিজানের ৮ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত
- আপডেট সময় ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ৩৭৯ বার পড়া হয়েছে
দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৯৮৯ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন বিচারক।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা। একই আইনের ২৭(১) ধারায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে অতিরিক্ত ছয় মাস কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আদালতের স্টেনোগ্রাফার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের করা মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ৬ আগস্ট জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ২০২১ সালের ২৩ আগস্ট তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
তদন্তে বেরিয়ে আসে, মিজানুর রহমান ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। মিজানুর রহমান ২০১৪ সালে খুলনা-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে দুর্নীতি মামলায় তার সাজা রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
প্রিন্ট
















